বিয়ের পরেও হাজারো তরুণীর ক্রাশ ভিকি
বলিউডে তারকা হওয়া সহজ নয়, আর ভালোবাসার প্রতীক হয়ে ওঠা তো আরও কঠিন। তবে এই অসম্ভবকে সম্ভব করেছেন ভিকি কৌশল। ক্যাটরিনা কাইফের সঙ্গে তার স্বপ্নময় বিয়ে অনেক হৃদয় ভেঙেছে ঠিকই, কিন্তু মজার ব্যাপার হলো, সেই ভাঙা হৃদয়েরও একটাই সান্ত্বনা ‘ভিকি তো এখনে আমাদের ক্রাশ।’ ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
আজ এই অভিনেতার জন্মদিন। ১৯৮৮ সালের এই দিনে ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহরে জন্ম তার।
-
ভিকির বলিউড যাত্রা শুরু হয়েছিল ২০১৫ সালে ‘মাসান’ দিয়ে। তার অভিনয় ছিল নিঃশব্দ অথচ তীক্ষ্ণ, যে সবাই থেমে তাকিয়েছিল। সেই ছেলেটিই পরে যখন ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’এ ‘হাউ’স দ্য জোশ!’ বলে চিৎকার করল, গোটা দেশ উঠে দাঁড়াল।
-
কিন্তু তার যাত্রাপথে ‘তারকা’ হয়ে ওঠার জন্য কখনওই ‘তারকাসুলভ’ কিছু করতে হয়নি। ভিকি প্রমাণ করেছেন, আপনি যদি প্রতিটি চরিত্রে হৃদয় ঢেলে দেন, তাহলে দর্শক তা ঠিকই বুঝে নেয়।
-
ভিকি সেই বিরল অভিনেতাদের একজন, যিনি স্ক্রিনের যতটুকু জায়গা পান, তাতেই গল্পের ভার কাঁধে তুলে নেন। ‘রাজি’ তে আলিয়া ভাটের পাশে থাকা এক সহজ চরিত্রে, বা ‘সারদার উধম’ এ নিঃসঙ্গ বিপ্লবীর রূপে; সবখানেই তিনি নিজেকে মেলে ধরেছেন অনবদ্য আন্তরিকতায়।
-
ভিকি কৌশলের ব্যক্তিজীবন নিয়েও মানুষের কৌতূহল কম নয়। আর থাকবে না-ই বা কেন? ক্যাটরিনা কাইফের মতো একজন গ্ল্যামার কুইনের সঙ্গে তার সাদামাটা, নিঃশব্দ সম্পর্ক যেন ঠিক বাস্তব রূপকথার মতো।
-
তাদের সম্পর্ক যেমন পরিণত, তেমন শ্রদ্ধাশীল। কোনো ভাঙচুর নেই, কৃত্রিমতা নেই, আছে শুধু দুজন মানুষের মিষ্টি বোঝাপড়া।