রেড কার্পেট থেকে ক্যাজুয়াল লুক, স্টাইলিংয়ে অনবদ্য সুহানা
রেড কার্পেটের ঝলমলে আলো হোক কিংবা ক্যাজুয়াল আউটফিটে বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানো সুহানা খান সবসময়ই যেন স্টাইলের এক নিখুঁত সংজ্ঞা। বলিউড কিং শাহরুখ খানের কন্যা হওয়ার সুবাদে স্পটলাইটে থাকা নতুন কিছু নয়, কিন্তু ধীরে ধীরে তিনি নিজেই হয়ে উঠছেন ফ্যাশন-আইকন। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
পোশাক নির্বাচন, মেকআপ সেন্স, হেয়ারস্টাইল কিংবা কনফিডেন্ট বডি ল্যাঙ্গুয়েজ-সব মিলিয়ে সুহানার স্টাইলিং যেন তরুণ প্রজন্মের জন্য এক নতুন অনুপ্রেরণা।
-
আজ সুহানার জন্মদিন। ২০০০ সালের এই দিনে মুম্বাইয়ে জন্ম তার।
-
২৪ বছরে পা রাখা এই তরুণী এখন শুধু স্টার কিড নন, বরং বলিউডের ফ্যাশন মানচিত্রে নিজস্ব জায়গা তৈরি করা এক সম্ভাবনাময় নাম।
-
সুহানার ফ্যাশন চয়েসে প্রথম যে বিষয়টি চোখে পড়ে, তা হলো তার আত্মবিশ্বাস। তিনি যেকোনো পোশাকই পরুক না কেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেটিকে নিজের মতো করে ‘ক্যারি’ করতে জানেন।
-
সুহানা শুধু পোশাকে নয়, তার হাবভাব, দৃষ্টিভঙ্গি এবং শরীরী ভাষাতেও ফ্যাশনের এক নির্ভরযোগ্য স্টেটমেন্ট তৈরি করেছেন।
-
স্কিন টোন নিয়ে সামাজিক বিতর্কে সাহসী বক্তব্য দিয়ে সুহানা দেখিয়েছেন, ফ্যাশনের আসল সৌন্দর্য আসে আত্মবিশ্বাস থেকে।