জামদানিতে নজরকাড়া সব দেশি তারাকা
বাঙালিয়ানার ছোঁয়া যেখানে, সেখানেই জমে ওঠে সৌন্দর্যের এক অনন্য আবহ। আর সেই আবহেই দেশি তারকারা যখন পরেন ঐতিহ্যবাহী জামদানি, তখন তা শুধু পোশাক নয়, হয়ে ওঠে সাংস্কৃতিক গর্বের প্রকাশ। বাহারি সব রঙের জামদানিতে তারা যেন ফিরিয়ে আনেন শিকড়ের টান, ঐতিহ্যের উষ্ণতা। চলুন দেখে নেই এমন কিছু দেশি তারকাকে, যারা জামদানিতে মুগ্ধ করেছেন অগণিত ভক্তকে। ছবি: তারকাদের ফেসবুক থেকে
-
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের প্রিয় পোশাক জামদানি শাড়ি।
-
কোথাও ঘুরতে যাওয়া হোক বা কোনো অনুষ্ঠানে যাওয়া, সব সময় জয়ার প্রথম পছন্দ জামদানি।
-
রঙিন জামদানি আর নজরকাড়া সাজে দারুণ লাগছে অভিনেত্রী বাঁধনকে।
-
হালকা গোলাপি রঙের জামদানিতে বেশ মায়াবী লাগছে অভিনেত্রী মিথিলাকে।
-
অভিনেত্রী রুনা খানের জামদানি প্রেম কারোরই অজানা নয়। তার পছন্দের পোশাক এই শাড়ি।
-
ফিরোজা রঙের জামদানি ক্যামেরাবন্দি হয়েছেন স্টাইলিশ অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।
-
শুধু ওয়েস্টার্ন পোশাকে নয়, জামদানি শাড়িতেও অপরূপ লাক্স সুন্দরী বিদ্যা সিনহা মিম।
-
জামদানিতে ফ্রেমবন্দি হয়েছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তারিন।
-
হলুদরঙা জামদানিতে বেশ মিষ্টি লাগছে ছোটপর্দার অভিনেত্রী কেয়া পায়েলকে।