জামদানিতে নজরকাড়া সব দেশি তারাকা

প্রকাশিত: ০৭:৪৫ এএম, ২৮ মে ২০২৫ আপডেট: ০৭:৪৫ এএম, ২৮ মে ২০২৫

বাঙালিয়ানার ছোঁয়া যেখানে, সেখানেই জমে ওঠে সৌন্দর্যের এক অনন্য আবহ। আর সেই আবহেই দেশি তারকারা যখন পরেন ঐতিহ্যবাহী জামদানি, তখন তা শুধু পোশাক নয়, হয়ে ওঠে সাংস্কৃতিক গর্বের প্রকাশ। বাহারি সব রঙের জামদানিতে তারা যেন ফিরিয়ে আনেন শিকড়ের টান, ঐতিহ্যের উষ্ণতা। চলুন দেখে নেই এমন কিছু দেশি তারকাকে, যারা জামদানিতে মুগ্ধ করেছেন অগণিত ভক্তকে। ছবি: তারকাদের ফেসবুক থেকে