‘মুন্নি’ আর সেই শিশুটি নেই, এখন সে রূপে-গুণে পরিণত এক তারকা

প্রকাশিত: ০৭:৪৭ এএম, ০৩ জুন ২০২৫ আপডেট: ০৭:৪৭ এএম, ০৩ জুন ২০২৫

২০১৫ সালে সালমান খান অভিনীত ‘বাজরঙ্গি ভাইজান’ সিনেমার এক চুপচাপ ছোট্ট মেয়ে দর্শকের মন জয় করে নিয়েছিল সহজেই। কথা না বলেও সেই মেয়ে যেন কোটি মানুষের অন্তরে নিজের জায়গা করে নিয়েছিল এক পবিত্র আবেগ দিয়ে। আমরা তাকে চিনেছিলাম মুন্নি নামে। আজ সেই মুন্নি আর ছোট্টটি নেই। বড় হয়েছে, রূপে-গুণে হয়ে উঠেছে এক পরিপূর্ণ তরুণী। তার আসল নাম হর্ষালি মলহোত্রা। ছবি: ইনস্টাগ্রাম থেকে