‘মুন্নি’ আর সেই শিশুটি নেই, এখন সে রূপে-গুণে পরিণত এক তারকা
২০১৫ সালে সালমান খান অভিনীত ‘বাজরঙ্গি ভাইজান’ সিনেমার এক চুপচাপ ছোট্ট মেয়ে দর্শকের মন জয় করে নিয়েছিল সহজেই। কথা না বলেও সেই মেয়ে যেন কোটি মানুষের অন্তরে নিজের জায়গা করে নিয়েছিল এক পবিত্র আবেগ দিয়ে। আমরা তাকে চিনেছিলাম মুন্নি নামে। আজ সেই মুন্নি আর ছোট্টটি নেই। বড় হয়েছে, রূপে-গুণে হয়ে উঠেছে এক পরিপূর্ণ তরুণী। তার আসল নাম হর্ষালি মলহোত্রা। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
২০০৮ সালের এই দিনে ভারতের মুম্বাই শহরে তার জন্ম। হর্ষালির বাবা বিনীত মলহোত্রা একজন পেশাদার ব্যবসায়ী এবং মা কজল মলহোত্রা একজন গৃহিণী।
-
ছোট থেকেই হর্ষালি খুব চঞ্চল, মিষ্টি ও আত্মবিশ্বাসী ছিল। মুম্বাইয়ের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনার পাশাপাশি শিশু বয়স থেকেই তার মধ্যে অভিনয়ের প্রতি এক বিশেষ টান ছিল।
-
তার মা-বাবা বুঝতে পেরেছিলেন এই ছোট্ট মেয়ের মুখাবয়ব, অভিব্যক্তি এবং ক্যামেরার সামনে সাবলীলতা একদিন তাকে এগিয়ে নিয়ে যাবে। সেই বিশ্বাসই সত্যি হয় মাত্র ৭ বছর বয়সে।
-
২০১৫ সালে ‘বাজরঙ্গি ভাইজান’ ছবিতে হর্ষালি অভিনয় করেন এক মূক পাকিস্তানি মেয়ের চরিত্রে, যার নাম শাহিদা, ডাকনাম মুন্নি। সিনেমায় তার মুখে একটি সংলাপও ছিল না, তবু চোখ, অভিব্যক্তি ও নিঃশব্দ ভাষায় সে দর্শকের হৃদয় কাঁপিয়ে দেয়।
-
এই চরিত্রে অভিনয়ের জন্য হর্ষালি পেয়েছিলেন ‘বেস্ট চাইল্ড অ্যাক্টর’ সহ একাধিক পুরস্কার ও মনোনয়ন। এমনকি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-এও তিনি মনোনীত হন।
-
সালমান খানের মতো সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেও হর্ষালি নিজস্ব জায়গা তৈরি করে নিতে পেরেছিলেন সহজেই। তখনই বোঝা গিয়েছিল, এই মেয়ে একদিন অনেক দূর যাবে।
-
বাজরঙ্গি ভাইজানের আগে ও পরে হর্ষালি বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি ছোট পর্দায় ‘কুবুল হ্যায়’ ও ‘লৌট আও তৃষা’ নামের ধারাবাহিকেও তার দেখা মিলেছিল। তবে বাজরঙ্গি ভাইজানের পর থেকে তিনি কিছুটা গুটিয়ে নিয়ে মনোযোগ দেন পড়াশোনায়।
-
তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি তার ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। ইনস্টাগ্রামে হর্ষালির ফলোয়ার সংখ্যা লাখ ছাড়িয়েছে, যেখানে তিনি ফ্যাশন, ফটোশুট, ড্যান্স রিলস ও ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করেন।
-
আজকের হর্ষালিকে দেখে প্রথমবার কেউ বলতেই পারবে না যে সে সেই শিশু মুন্নি। তার মধ্যে এসেছে এক পরিণত আত্মবিশ্বাস, ক্যামেরার সামনে আরও বেশি স্বাচ্ছন্দ্য, ফ্যাশনে স্টাইলিশ ভাব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রভাবশালী উপস্থিতি।
-
তার চোখে এখনো আছে সেই মুগ্ধতা, তবে সেই সরল শিশুর জায়গায় এসেছে এক তরুণীর দীপ্তি। হর্ষালি এখন র্যাম্প, ফটোশুট এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেও কাজ করছেন।
-
হর্ষালি নিজের সাক্ষাৎকারে বারবার বলেছেন, সে বড় হয়ে একজন সফল অভিনেত্রী হতে চায়। সে চায় তার অভিনয়ের মাধ্যমে মানুষের মনে ভালো লাগার অনুভূতি তৈরি করতে। একসময় বলিউডের নায়িকা হিসেবে বড় পর্দায় আবার তাকে দেখার আশায় আছে অসংখ্য দর্শক।
-
হর্ষালি মলহোত্রা এখন আর শুধু ‘মুন্নি’ নয়, সে এক উদীয়মান তারকা। বয়সের সঙ্গে বেড়েছে তার সৌন্দর্য, পরিণত হয়েছে তার ব্যক্তিত্ব এবং প্রসারিত হয়েছে তার স্বপ্ন।