ক্যানসারেও কমেনি তাদের প্রেম, সাত পাকে বাঁধা পড়লেন হিনা-রকি
যেখানে জীবন থেমে যেতে চায়, সেখানেই নতুন করে শুরু হলো একটি প্রেমের গল্প। ক্যানসারের মতো কঠিন বাস্তবতার মাঝেও থামেনি ভালোবাসা, নড়ে যায়নি সম্পর্কের ভিত্তি। চিকিৎসার ধকল, শরীরের পরিবর্তন, মানসিক যন্ত্রণার মাঝেও হিনা খানের পাশে ছায়ার মতো ছিলেন রকি জয়সওয়াল। অবশেষে সেই অবিচল প্রেমই পেল পরিণতি এক সাদামাটা, নিঃশব্দ কিন্তু গভীর আবেগে ভরা বিয়ের মধ্য দিয়ে। হিনা ও রকির এই বিয়ে প্রমাণ করে, ভালোবাসা যদি সত্য হয় তবে কোনো রোগ, কোনো বাধাই তাকে থামাতে পারে না। ছবি: হিনার ইনস্টাগ্রাম থেকে
-
মরণব্যধি ক্যানসারের সঙ্গে লড়ছেন অভিনেত্রী হিনা খান। চলছিল কেমোথেরাপি। ক্যানসারের তৃতীয় ধাপে পৌঁছেও তার মনের জোর এতটুকু কমেনি। অসুস্থ শরীর নিয়ে হেঁটেছেন র্যাম্পে, ওমরাহ পালনে গেছেন মক্কা শরীফেও। এবার বিয়ে করলেন এই ভারতীয় অভিনেত্রী।
-
৪ জুন বুধবার সামাজিক মাধ্যমে বিয়ে ঘোষণা দিয়েছেন অভিনেত্রী হিনা খান লিখেছেন, ‘ভিন্ন দুই জগৎ থেকে আমরা ভালোবাসার এক মহাবিশ্ব গড়ে তুলেছি। আমাদের মধ্যকার ব্যবধানগুলো ম্লান হয়ে গেছে, আমাদের হৃদয় দুটি এক হয়েছে, জীবনের শেষপ্রান্তে তৈরি হল এমনই এক বন্ধন। আমরাই আমাদের ঘর, আমাদের আলো, আমাদের আশা। সব বাধা অতিক্রম করে আজ আমাদের প্রেমে পড়লো আইনি সিলমোহর। স্বামী-স্ত্রী হিসেবে আপনাদের দোয়া কামনা করছি।’
-
হিনা পরেছিলেন সবুজাভ শাড়ির সঙ্গে হালকা গোলাপি ওড়না। হাতে ছিল হীরার আংটি। রং মিলিয়ে রকিও পরেছিলেন পাঞ্জাবি।
-
হিনার জীবনের সংকটময় সময়ে লড়াইয়ে সঙ্গী হিসেবে ছিলেন রকি। অনেক দিনের প্রেমে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল ধর্ম। বন্ধু-স্বজনদের দ্বিধায় বিয়েটা করা হয়ে উঠছিল না তাদের। এবার আর দেরি করেননি এ জুটি।
-
গত ১৩ বছর ধরে প্রেম করছিলেন রকি ও হিনা। রকি পেশায় ব্যবসায়ী। ২০০৯ সালে ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিকের সেটে দুজনার পরিচয়। ধারাবাহিকটির প্রযোজক ছিলেন রকি। সেই থেকেই হিনার পাশে ছিলেন তিনি।
-
২০১১ সালে ‘বিগ বস’-এও দেখা গেছে রকিকে। জীবন ও ক্যারিয়ারের উত্থান-পতনের সঙ্গী ছিলেন। ক্যারিয়ার যাতে ক্ষতিগ্রস্থ না হয়, সে জন্য হিনাকে বিয়ের ব্যাপারে চাপও দেননি তিনি। ক্যানসার ধরা পড়ার পরও তাকে আগলে রেখেছেন রকি জয়সওয়াল। এবার বিয়েও করলেন প্রিয়তমাকে।
-
এই বিয়ে শুধুমাত্র একটি সামাজিক বন্ধন নয়, বরং এটি ভালোবাসা, সহানুভূতি ও প্রতিশ্রুতির এক অনন্য উদাহরণ। হিনা ও রকির এই সিদ্ধান্ত তাদের ভক্তদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।