রাজনীতি হোক বা পর্দা, দুই দুনিয়ায় সমান জনপ্রিয় মিঠুন
বলিউডের ডিস্কো ড্যান্সার থেকে শুরু করে বঙ্গ রাজনীতির আলোচিত মুখ মিঠুন চক্রবর্তীর জীবন যেন সিনেমার চেয়েও বেশি নাটকীয়। একদিকে সিনেমার পর্দায় দুর্দান্ত নৃত্য ও শক্তিশালী অভিনয় দিয়ে জয় করেছেন কোটি ভক্তের হৃদয়, অন্যদিকে রাজনীতির মঞ্চেও রেখেছেন দৃঢ় উপস্থিতি। একসময় স্টুডিওর বারান্দায় রাত কাটানো ছেলেটি হয়ে উঠেছেন ভারতের অন্যতম সফল অভিনেতা। আবার সেই আলো ঝলমলে দুনিয়া পেরিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজনীতির কঠিন পথ বেছে নিয়েছেন তিনি। নিজের অনবদ্য ব্যক্তিত্ব, স্পষ্টভাষী মনোভাব ও অদম্য পরিশ্রম দিয়ে তিনি হয়ে উঠেছেন দুই জগতেরই নায়ক; যাকে ভালোবাসে পর্দার দর্শক, আবার শ্রদ্ধা করে ভোটের মাঠের জনতাও। ছবি: ফেসবুক থেকে
-
আজ তার জন্মদিন। ১৯৫০ সালের এই দিনে কলকাতার (বর্তমান কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত) মিষ্টি বাতাসে প্রথম নিশ্বাস নিয়েছিলেন গৌরঙ্গ চক্রবর্তী; যাকে বিশ্ব চেনে ‘মিঠুন চক্রবর্তী’ নামে ।
-
১৯৭৬ সালে মৃণাল সেনের ছবি ‘মৃগয়া’-র হাত ধরে টলিপাড়ায় ডেবিউ করেছিলেন মিঠুন।
-
ক্যারিয়ারের শুরু থেকেই তিনি অভিনয়, নাচ এবং মার্শাল আর্টে পারদর্শী ছিলেন। তাই মিঠুন চক্রবর্তীর ঝুলিতে রয়েছে তিনটি জাতীয় পুরস্কার। মিঠুন সব ধরনের চরিত্রে অভিনয় করেছেন।
-
এমনকি অমিতাভ বচ্চনের সঙ্গে ‘অগ্নিপথ’ এবং ‘গঙ্গা যমুনা সরস্বতী’ ছবিতেও সহকারী হিসেবে কাজ করেছেন।
-
তিনি বলিউডের তার সময়ের মেগাস্টার। সেই সময় বলিউডে অন্যতম প্রধান অভিনেতাই ছিলেন মিঠুন চক্রবর্তী।
-
মিঠুন চক্রবর্তী তার বলিউড ক্যারিয়ারে বহু হিট ছবির পাশাপাশি কিছু ফ্লপ ছবিও দিয়েছেন। এতে অবশ্য তার জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি। আজও অনুরাগীদের কাছে তিনি ঠিক ততটাই ভালোবাসা পান যতটা সুপারস্টার থাকাকালীন পেতেন।