আরমান মানেই আবেগ, রোমান্স আর কণ্ঠের কারুকাজ
বলিউড হোক কিংবা ইন্ডি মিউজিক, আরমান মালিকের গলায় যে আবেগ মেশানো সুর বাজে, তা একবার শুনলেই মনে গেঁথে যায়। প্রেম, বিরহ, ভালোবাসা কিংবা অনুরাগ-সব অনুভূতির নিখুঁত প্রকাশ যেন মেলে তার কণ্ঠে। অল্প বয়সেই যে গায়ক হৃদয় ছুঁয়েছেন কোটি শ্রোতার তার নাম আরমান মালিক। রোমান্টিক গানে নতুন মাত্রা যোগ করে যিনি হয়েছেন তরুণ প্রজন্মের ভরসার সুরসাথী। আজ তার জন্মদিন। এই সুরের জাদুকরের জন্মদিনে ফিরে দেখা যাক তার সুরময় পথচলা, সাফল্যের গল্প আর হৃদয়ছোঁয়া কণ্ঠের জাদু। ছবি: ফেসবুক থেকে
-
১৯৯৫ সালের এই দিনে ভারতের মুম্বাইয়ে তার জন্ম। সুর তার রক্তে, বাবা ডাবু মালিক এবং চাচা আনু মালিক বলিউডের নামী সংগীত পরিচালক। তাই বলা যায়, সংগীতই ছিল আরমানের শৈশবের খেলাঘর।
-
মাত্র ৪ বছর বয়সে সংগীত চর্চা শুরু করেন তিনি। এরপর সাত বছর বয়সে ভর্তি হন ‘বিরজু মহারাজ’ ঘরানার ক্লাসিক্যাল সঙ্গীতের স্কুলে।
-
২০০৬ সালে শিশু প্রতিযোগী হিসেবে অংশ নেন জনপ্রিয় সংগীত রিয়েলিটি শো ‘সারে গা মা পা লিটল চ্যাম্পস’-এ। সেই মঞ্চ থেকেই আরমানের প্রতিভা নজরে আসে সঙ্গীত বোদ্ধাদের। যদিও বিজয়ী হতে পারেননি, তবুও তার কণ্ঠের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সবাই। সেই শুরু, এরপর আর থেমে থাকেননি।
-
আরমান মালিক প্রথম প্লেব্যাক করেন ২০০৭ সালে, হিন্দি ছবি ‘ভূতনাথ’-এ। তবে বড় সুযোগ আসে ২০১৪ সালে সালমান খানের ‘জয় হো’ ছবিতে গান গেয়ে। এরপর ‘খোয়াব’, ‘ম্যায় হুঁ হিরো তেরা’, ‘সাব তেরা’, ‘বোল দো না জারা’, ‘পেহলা পেয়ার’, ‘তু মিলা তো হ্যায়’ এমন অসংখ্য হিট গান উপহার দেন বলিউডকে।
-
তার কণ্ঠের মাধুর্য ও অনুভব এতটাই মনকাড়া যে, প্রেমের গান মানেই যেন ‘আরমান মালিক’ এর কণ্ঠ। তার গানগুলোতে থাকে একধরনের কোমলতা, স্পর্শকাতরতা ও হৃদয়স্পর্শী আবহ।
-
আরমান শুধু হিন্দিতেই গান গেয়েছেন তা নয়, গেয়েছেন তামিল, তেলুগু, মারাঠি, গুজরাটি, বাংলা, কন্নড়, ওড়িয়া সহ বিভিন্ন ভাষায়। তিনি একমাত্র ভারতীয় গায়ক যিনি আন্তর্জাতিক মিউজিক লেবেল ‘আরসি এ রেকর্ডস’ এর সঙ্গে চুক্তিবদ্ধ হন।
-
২০২০ সালে মুক্তি পায় তার প্রথম ইংরেজি গান ‘কন্ট্রোল’। এরপর ‘হাও হাউ’, ‘ইকো’ এমন আরও কিছু ইংরেজি গান দিয়ে তিনি আন্তর্জাতিক শ্রোতাদের মন জয় করেন।
-
অল্প বয়সেই আরমান মালিক অর্জন করেছেন অসংখ্য পুরস্কার ও স্বীকৃতি। ২০২০ সালে ফোর্বস ম্যাগাজিনের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় স্থান পান তিনি, যা তার আন্তর্জাতিক স্বীকৃতির বড় প্রমাণ।
-
আরমান মালিক তার ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখতে পছন্দ করেন। ইনস্টাগ্রাম, টুইটার এবং ইউটিউব প্ল্যাটফর্মে তিনি বেশ জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ায় তার প্রতিটি নতুন গান, ভিডিও আপডেট কিংবা মিউজিক রিলিজ নিয়ে ব্যাপক উচ্ছ্বাস থাকে ভক্তদের মধ্যে।