সৌন্দর্য আর অভিনয়ে মোহময়ী মোরেনা
ব্রাজিলিয়ান বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী মোরেনা ব্যাকারিনের জন্মদিন আজ। তিনি এমন এক অভিনেত্রী, যিনি শুধু রূপেই নয়, অভিনয়ের গভীরতায়ও হলিউডের অন্যতম প্রভাবশালী নাম হয়ে উঠেছেন। নিজের প্রতিভা ও ব্যক্তিত্ব দিয়ে জয় করে নিয়েছেন বিশ্ববাসীর হৃদয়। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
রিও ডি জেনেইরোতে জন্ম নেওয়া মোরেনা শৈশবেই পাড়ি দেন নিউইয়র্কে। মঞ্চ আর ক্যামেরার প্রতি আগ্রহ ছিল ছোটবেলা থেকেই। নাট্যজগতের তীর্থস্থান জুইলিয়ার্ড স্কুল থেকে অভিনয়ের শিক্ষায় নিজেকে গড়ে তোলেন।
-
২০০২ সালে কাল্ট-হিট সায়েন্স ফিকশন সিরিজ ‘ফায়ারফ্লাই’-এ ‘ইনারা সেরা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। ওই এক চরিত্রেই ধরা পড়ে যায় তার এক অনন্য নান্দনিকতা।
-
মোরেনার ক্যারিয়ারের অন্যতম মোড় ঘোরানো চরিত্র ছিল জেসিকা ব্রডি ‘হোমল্যান্ড’ সিরিজে তার অসাধারণ পারফরম্যান্সের জন্য পান ‘এমি অ্যাওয়ার্ড’-এ মনোনয়ন।
-
২০১৬ সালে ‘ভেনেসা কার্লিসেল’ চরিত্রে ‘ডেডপুল’ ছবিতে তার উপস্থিতি ছিল চমকপ্রদ। এই চরিত্রে তিনি শুধু রোমান্টিক হিরোইনই নন, হয়ে উঠেন গল্পের আবেগীয় ভিত্তি।
-
লাল গালিচা হোক কিংবা ন্যাচারাল লুকে কোনো আউটডোর ফটোশুট; মোরেনার স্টাইল সেন্স সবসময়ই ছিল ঝকঝকে। সাহসী অথচ পরিমিত তার ফ্যাশন স্টেটমেন্ট।
-
অভিনেতা বেন ম্যাকেঞ্জির সঙ্গে তার সম্পর্ক ও সংসার।
-
বয়স চল্লিশ পেরিয়েও যেন দিনকে দিন আরও বেশি আত্মবিশ্বাসী, গ্ল্যামারাস ও প্রভাবশালী হয়ে উঠছেন মোরেনা। অভিনয়ের পাশাপাশি মানবাধিকার ও নারী অধিকার নিয়ে কাজ করেন তিনি।