স্টেজ-স্ক্রিন-স্টাইল, জে লো মানেই বৈচিত্র্যের ছোঁয়া

প্রকাশিত: ০২:১৫ পিএম, ২৪ জুলাই ২০২৫ আপডেট: ০২:১৫ পিএম, ২৪ জুলাই ২০২৫

গানের মঞ্চ হোক কিংবা হলিউডের রেড কার্পেট, ফ্যাশন দুনিয়া হোক কিংবা পারফরম্যান্সের স্টেজ-একজন নাম বারবার উচ্চারিত হয় তিনি জেনিফার লোপেজ। বিশ্ব তাকে চেনে ‘জে লো’ নামে। নামটির মধ্যেই যেন এক জাদু আছে। একাধারে গায়িকা, নৃত্যশিল্পী, অভিনেত্রী, প্রযোজক, উদ্যোক্তা ও ফ্যাশন আইকন-জে লো যেন একজন না হয়ে একাধিক সত্তার সম্মিলন। ছবি: ফেসবুক থেকে