অভিনয়ের ফ্রেমে বাস্তবতার গল্প আঁকেন হুমায়ুন সাঈদ
সময়ের পর্দায় যখন গল্পেরা মলিন হয়ে যায়, তখন কিছু মানুষ নিজে থেকেই হয়ে ওঠেন গল্প। ঠিক তেমনি একজন শিল্পীর নাম হুমায়ুন সাঈদ; যিনি শুধু অভিনয় করেন না, বরং অভিনয়ের মধ্যে দিয়ে জীবনের গল্প বলেন। আজ তার জন্মদিনে ফিরে দেখা যাক এই বহুমাত্রিক অভিনেতা, প্রযোজক ও মানুষটিকে-যিনি একাই গড়েছেন পাকিস্তানি বিনোদনের ভরসার এক প্রতীক। ছবি: ফেসবুক থেকে
-
১৯৭১ সালের এই দিনে করাচির এক মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। ছোটবেলা থেকেই ছিলেন সংবেদনশীল ও চিন্তাশীল। প্রথম জীবনে পোশাক ব্যবসা দিয়ে শুরু করেছিলেন পেশাগত যাত্রা। কিন্তু ভাগ্য তাকে নিয়ে যায় একেবারে ভিন্ন পথে সৃজনশীলতার জগতে।
-
৯০ দশকের শেষ দিকে টিভি নাটকে যাত্রা শুরুর পর ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন তিনি। নিজের অভিনয়ের ভঙ্গি, আবেগের সঠিক বহিঃপ্রকাশ আর গল্পকে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরার অসাধারণ ক্ষমতা তাকে এনে দেয় জনপ্রিয়তা।
-
হুমায়ুন সাঈদের অভিনয়ের বড় বৈশিষ্ট্য হলো তিনি চরিত্রকে অভিনয় করেন না, চরিত্রে মিশে যান। তাই তার প্রতিটি চরিত্রে থাকে বাস্তবতার ছোঁয়া।
-
কখনো ভালোবাসার মানুষ, কখনো সংগ্রামী পিতা, কখনো দায়িত্বশীল বন্ধু যেই চরিত্রই করেন, তা হয়ে ওঠে আশেপাশের চেনা কোনো মানুষের প্রতিচ্ছবি।
-
নাটক ‘মেহেন্দি’, ‘ডিল ডে কেয়া হ্যায়’ কিংবা সিনেমা ‘মেরে পাশ তুম হো’ অথবা ‘পাঞ্জাব নেই জাউনগী’ প্রতিটি চরিত্রই যেন জীবন্ত হয়ে ওঠে তার হাতে। তিনি দর্শকের চোখে শুধু অভিনয় দেখান না, মনেও গেঁথে দেন অনুভবের এক বর্ণময় রেখা।
-
শুধু অভিনয় নয়, প্রযোজক হিসেবেও হুমায়ুন সাঈদের অবদান অনস্বীকার্য। তার প্রতিষ্ঠান ‘সিক্স সিগমা প্লাস’ পাকিস্তানি নাটক ও বিনোদন ইন্ডাস্ট্রিতে এনে দিয়েছে নতুন মাত্রা। গুণগতমান, আধুনিক নির্মাণশৈলী এবং গল্প বলার মুন্সিয়ানায় তিনি দিয়েছেন বিশ্বমানে নাটক ও টেলিফিল্ম।
-
তিনি প্রমাণ করেছেন পাশের দেশের ইন্ডাস্ট্রি বড় হলেও, মেধা দিয়ে নিজস্ব জগতও তৈরি করা যায়। এই প্রেক্ষাপটে তার প্রযোজনায় তৈরি হওয়া নাটক ও চলচ্চিত্রগুলো দেশের সংস্কৃতিকে তুলে ধরেছে আন্তর্জাতিক মানে।
-
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ব্রিটিশ ঐতিহাসিক সিরিজ ‘দ্য ক্রাউন’ এ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জেনারেল আয়ুব খানের চরিত্রে অভিনয় করেন হুমায়ুন সাঈদ। এই চরিত্রটি ছিল ছোট, তবে তা নিয়ে যেভাবে আন্তর্জাতিক মহলে আলোচনায় আসেন তিনি, তা ছিল পাকিস্তানি অভিনয়শিল্পীদের জন্য এক গর্বের মুহূর্ত।
-
শোবিজের জগতে তারকাদের ব্যক্তিজীবন নিয়ে যত জল্পনা-কল্পনা চলে, হুমায়ুন সাঈদ বরাবরই সেখান থেকে দূরে। পেশাদারিত্ব, ভদ্রতা ও ব্যক্তিগত শালীনতার জন্য তিনি সহকর্মীদের কাছেও প্রশংসিত।
-
তার সংসার, দাম্পত্য ও ব্যক্তিগত জীবন সবকিছুতেই আছে এক ধরনের ভারসাম্য ও স্থিরতা, যা আজকের শোবিজে বিরল।