নিশার আলোয় র্যাম্পজুড়ে শুধুই জাহ্নবী কাপুরের রাজত্ব
অভিনয়ের পাশাপাশি ফ্যাশনের মঞ্চেও নিজস্ব জাদু ছড়িয়ে যাচ্ছেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। প্যারিস কতুর সপ্তাহের ঝলমলে উপস্থিতির রেশ কাটতে না কাটতেই এবার ২০২৫ সালের ‘ইন্ডিয়া কতুর উইক’ এ নজর কাড়লেন তিনি, তরুণ ডিজাইনার জয়ন্তী রেড্ডির শোস্টপার হিসেবে। নয়াদিল্লীর তাজ প্যালেসে অনুষ্ঠিত ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব ইন্ডিয়ার এই আয়োজনে ষষ্ঠ দিনের প্রতিটি ফ্রেম যেন আবদ্ধ হয়ে গেল একটিই নামের আশপাশে জাহ্নবী। ‘রিক্লেইমড অপুলেন্স’ নামের এই শো-তে তার উপস্থিতি ছিল ঠিক যেন নিঃশব্দ গর্বে মোড়া ঐশ্বর্যের প্রতিচ্ছবি। ছবি: জাহ্নবীর ইনস্টাগ্রাম থেকে
-
জয়ন্তী রেড্ডির এই কোয়ায়েট লাক্সারি কালেকশন ছিল একাধারে ঐতিহ্যবাহী, আবার নান্দনিকতায় পরিপূর্ণ।
-
শোস্টপার হিসেবে জাহ্নবীর বেছে নেওয়া পোশাকটি ছিল প্যাস্টেল পিচ রঙের, সূক্ষ্ম কারুকাজে ভরপুর এক লেহেঙ্গা। এর সঙ্গেই ছিল শিয়ার ফেব্রিকের দীর্ঘ ওড়না, যা যেন একটি ট্রেইনের মতো পেছনে নেমে এসেছে; ওড়নার প্রান্তে জুড়ে দেওয়া হয়েছে ঝালর ও পাথরের সূক্ষ্ম কাজ-যা পোশাকের প্রতিটি গতিতে এনে দিয়েছে মুগ্ধতা।
-
লেহেঙ্গার চোলিটির পেছনে ছিল বর্গাকৃতি কাট, আর হাতার সঙ্গে যুক্ত ছিল পাথরের হালকা ঢেউ। সামনের অংশে ছিল ডিপনেক, যা পরিপূরক হয়েছে সাদা পাথর আর পান্না বসানো চোকার ও মিলিয়ে কানপাশার মাধ্যমে। এই গয়নার পুরো সেটটি তৈরি করেছেন কৃষ্ণা দাস।
-
জাহ্নবীর মেকআপেও দেখা গেছে অনবদ্য ভারসাম্য। সেমি গ্লসি ফিনিশের এই লুকটি ছিল অত্যন্ত মিনিমাল; ন্যুড লিপস্টিক, হালকা ব্লাশ এবং চোখে কোনো অতিরিক্ত নাটকীয়তা ছাড়াই নিখুঁত সৌন্দর্যের ছাপ রেখেছেন তিনি। এভাবেই র্যাম্পে তার উপস্থিতি যেন হয়ে উঠেছে নিরব আর রাজকীয় শক্তির প্রতীক।
-
লেহেঙ্গার কাটে ছিল মারমেইড সিলোয়েটের ছোঁয়া, যা তার গড়নকে আরও মাধুর্যময়ভাবে তুলে ধরেছে।
-
এই রাতে র্যাম্পে যতগুলো ফ্ল্যাশবাল্ব জ্বলে উঠেছে, প্রতিটি যেন আলো ফেলেছে শুধু জাহ্নবীর দিকেই। তার উপস্থিতি ছাপিয়ে গেছে পোশাক, গয়না কিংবা সাজের গণ্ডিও-আজকের এই র্যাম্প, নিঃসন্দেহে শুধুই তার হয়ে উঠেছে।
-
চমকপ্রদ, অনন্য এবং গর্বিত এক সন্ধ্যার নাম হয়ে থাকল জাহ্নবী।