পার্লকোর রাজকন্যা অনন্যা পান্ডে
সম্প্রতি জিকিউ স্টাইল অ্যাওয়ার্ডসে এক ঝলমলে মুহূর্তে সবাইকে মুগ্ধ করেছেন বলিউডের স্টাইল আইকন অনন্যা পান্ডে। তিনি ভারতীয় ডিজাইনার আবু জানি–সন্দ্বীপ খোসলার ‘পার্ল’ কালেকশনের একটি বিশেষ মিনি ড্রেসে ধরা দিয়েছিলেন, যা মুহূর্তে সবার নজর কেড়েছে। ছবি: অনন্যার ইনস্টাগ্রাম থেকে
-
পার্ল বা মুক্তার ব্যবহার ফ্যাশনের জগতে কোনো নতুন বিষয় নয়, তবে অনন্যার এই লুক সেই ক্লাসিক উপাদানকে এক নতুন মাত্রা দিয়েছে।
-
বলিউড থেকে হলিউড, অনেক তারকারা পার্লকোর থিমে সাজলেও অনন্যা যেন নিজস্ব আভিজাত্য এবং সতেজতা নিয়ে এই ট্রেন্ডকে নতুনভাবে উদ্ভাসিত করেছেন।
-
ড্রেসটিতে ছোট-বড় নানা আকৃতির মুক্তা নিখুঁতভাবে বসানো, যেন নিজে থেকেই আলোর খেলা করছে। এই সৌন্দর্যকে আরও উজ্জ্বল করতে অনন্যা রেখেছেন মিনিমাল জুয়েলারি। কানে শুধুই স্টেটমেন্ট ডায়মন্ড দুল, আর হাতে একটি পেঁচানো মুক্তার ব্রেসলেট।
-
হেয়ারস্টাইল হিসেবে তিনি বেছে নিয়েছেন স্লিক জেল বান, আর মেকআপে ছিল স্নিগ্ধ ও প্রাকৃতিক। কোনো অতিরিক্ত শোভা বা ভারী সাজ নেই, বরং পার্লকোর থিমকে নিজের স্বতন্ত্র স্টাইলে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
-
এই স্টাইলিশ জেন–জি তারকা যেন জিকিউ বেস্ট ড্রেসড ২০২৫-এর আসরে এক অনন্য ছাপ রেখেছেন, যা মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।