তারকাদের গ্ল্যামারে মাতলো মনীশ মালহোত্রার ব্যাশ
দিওয়ালির উৎসব মানেই বলিউডে রঙ, আলো আর গ্ল্যামারের ঝলক। প্রতিবছর এই সময়টা যেন পরিণত হয় তারকাদের সাজ–পোশাকের প্রতিযোগিতায়। সেই ঐতিহ্য বজায় রেখেই এবারও আয়োজন করেছিলেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা। তার দিওয়ালি ব্যাশে হাজির হয়েছিলেন একঝাঁক বলিউড তারকা। কারও ঝলমলে লেহেঙ্গা, কারও রাজকীয় শাড়ি-প্রতিটি লুকেই ছিল আলাদা সৌন্দর্যের ছোঁয়া। এক সন্ধ্যায় যেন ফ্যাশন, বন্ধুত্ব আর উৎসবের মেলবন্ধনে ঝলমল করেছিল পুরো বলিউড। ছবি: তারকাদের ইনস্টাগ্রাম থেকে
-
হাস্যোজ্জ্বল অভিনেতা রিতেশ দেশমুখ এবং অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা।
-
পার্টিতে অভিনেতা ববি দেওল ও তার স্ত্রী তানিয়া দেওলের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন প্রীতি জিনতা।
-
বলিউডের তরুণ প্রজন্মের ফ্যাশন সেনসেশনে পরিণত হওয়া শানায়া কাপুর পরেছিলেন সাদা পাথর ও মুক্তাখচিত ঝলমলে ফিউশন লেহেঙ্গা। ওয়ান-শোল্ডার ব্লাউজের কাটআউট ডিজাইন তার লুকে এনে দিয়েছিল আধুনিকতার সাহসী ছোঁয়া।
-
অভিনেত্রী বানী কাপুরের পরনে ছিল সোনালি-গোলাপি স্ট্র্যাপলেস ড্রেস। তার এই পোশাকটি যেমন সাহসী, তেমনি এলিগ্যান্ট। হালকা ওয়েভি চুল, ডায়মন্ড ইয়াররিং আর ন্যুড মেকআপ তার লুককে সম্পূর্ণ করেছে নিখুঁতভাবে।
-
‘সোনু কে টিটু কি সুইটি’ খ্যাত নুসরাত ভরুচা হাজির হয়েছিলেন ঝলমলে গোলাপি লেহেঙ্গায়, যা মারমেইড কাটে তৈরি। চকচকে সিকুইন ডিজাইন তার লুককে করেছে আরও নজরকাড়া। অফ-শোল্ডার ব্লাউজের সঙ্গে মিলিয়ে তিনি রেখেছিলেন স্টেটমেন্ট নেকপিস, যা পুরো সাজে দিয়েছে রাজকীয় ছোঁয়া।
-
প্রযোজক ও স্টাইল আইকন রিয়া কাপুর বেছে নিয়েছিলেন সোনালি কারুকাজে সাজানো ডিপনেক ব্লাউজ ও লাল স্কার্ট। ঐতিহ্যবাহী এই পোশাকে রিয়া ছিলেন মার্জিত, আত্মবিশ্বাসী ও পরিশীলিত।
-
এক সময়ের জনপ্রিয় বলিউড নায়িকা উর্মিলা মাতন্ডকর এসেছিলেন সিলভার কোরসেট আউটফিটে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে তার এই ফ্যাশনচয়নে ছিল পরিণত রুচি ও গ্ল্যামারের চমৎকার সমন্বয়।
-
আম্বানী পরিবারের ছোট বউ রাধিকা মার্চেন্ট সব সময়ই ফ্যাশনে থাকেন সংযত অথচ আভিজাত্যপূর্ণ। এই আয়োজনে তিনি বেছে নিয়েছিলেন ফ্লোরাল সাদা শাড়ি। হালকা গয়না ও ন্যাচারাল মেকআপে তার উপস্থিতি ছিল স্নিগ্ধ ও অভিজাত।
-
অভিনেত্রী শানায়া মালহোত্রা এবার বেছে নিয়েছিলেন স্ট্র্যাপলেস গোলাপি লেহেঙ্গা। মৃদু গ্লিটার কাজ আর এলিগ্যান্ট স্টাইলিংয়ে তার উপস্থিতি ছিল সতেজ ও তারুণ্যময়।
-
অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং পরেছিলেন সোনালি-রূপালি ঝলমলে শাড়ি, সঙ্গে ছিল স্ট্র্যাপলেস ব্লাউজ। বয়স পেরোলেও তার গ্ল্যামার ও ফ্যাশন সেন্স একটুও ম্লান হয়নি-এই লুকই তার প্রমাণ।