তারকাদের গ্ল্যামারে মাতলো মনীশ মালহোত্রার ব্যাশ

প্রকাশিত: ০২:০৩ পিএম, ১৪ অক্টোবর ২০২৫ আপডেট: ১১:১৯ এএম, ২৯ অক্টোবর ২০২৫

দিওয়ালির উৎসব মানেই বলিউডে রঙ, আলো আর গ্ল্যামারের ঝলক। প্রতিবছর এই সময়টা যেন পরিণত হয় তারকাদের সাজ–পোশাকের প্রতিযোগিতায়। সেই ঐতিহ্য বজায় রেখেই এবারও আয়োজন করেছিলেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা। তার দিওয়ালি ব্যাশে হাজির হয়েছিলেন একঝাঁক বলিউড তারকা। কারও ঝলমলে লেহেঙ্গা, কারও রাজকীয় শাড়ি-প্রতিটি লুকেই ছিল আলাদা সৌন্দর্যের ছোঁয়া। এক সন্ধ্যায় যেন ফ্যাশন, বন্ধুত্ব আর উৎসবের মেলবন্ধনে ঝলমল করেছিল পুরো বলিউড। ছবি: তারকাদের ইনস্টাগ্রাম থেকে