ছাড়েও মিলছে না ক্রেতা
ঈদুল আজহার আর মাত্র কিছুদিন বাকি। ৭ জুন সারাদেশে উদযাপিত হবে মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব। কিন্তু উৎসব যতই ঘনিয়ে আসছে, রাজধানীর বাড্ডা এলাকার শপিংমল ও ব্র্যান্ড আউটলেটগুলো যেন ততটাই নীরব। কোথাও নেই লম্বা লাইন, নেই কোনো ভিড়ভাট্টা কিংবা ঈদের আগাম আনন্দের ছোঁয়া। ছবি: আবদুল্লাহ আল মিরাজ
-
এই ঈদে পশু কোরবানি দিতেই বেশি টাকা ব্যয় করা হয়ে থাকে। একইসঙ্গে পরিবারের সদস্যদের চাহিদায় নতুন জামাও থাকে। তবে ঈদের আর খুব বেশি সময় না থাকলেও রাজধানীর বাড্ডার শপিংমল ও ব্র্যান্ড আউটলেটগুলোতে নেই ক্রেতার চাপ।
-
ক্রেতা নেই, বিক্রেতারা বসে সময় পার করছেন। অথচ পোশাক, জুতা, কসমেটিকস থেকে শুরু করে বিভিন্ন পণ্যে ২০-৫০ শতাংশ পর্যন্ত ছাড় চলছে।
-
হতাশার সুর ব্যবসায়ীরা বলেন, ছাড়ের পাশাপাশি গিফট অফার দিয়েছি, কিন্তু বাজারে যে চঞ্চলতা থাকার কথা, সেটা কিছুতেই আসছে না। মানুষের হাতে টাকাই নেই, খরচ করার আগ্রহও নেই।
-
ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মুদ্রাস্ফীতি, নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও আয়-ব্যয়ের অসামঞ্জস্যের কারণে মানুষ প্রয়োজনের বাইরে ব্যয় করতে চাইছে না।
-
বাড্ডার কয়েকটি ব্র্যান্ড আউটলেটে গিয়েও দেখা গেছে একই দৃশ্য। সাজানো পণ্য, ঝকঝকে ডিসপ্লে, কিন্তু নেই কোনো ক্রেতা।
-
অনেকের মতে, কোরবানির ঈদে পোশাক বা অন্যান্য পণ্যের বিক্রির তুলনায় পশুর হাটে বেশি অর্থব্যয় হয়। অনেকেই এখন থেকেই কোরবানির পশু কেনার জন্য টাকা জমাচ্ছেন। ফলে শপিংমলে ভিড় নেই, দোকানগুলো ফাঁকা।