ইরানের হামলায় যে দশা হলো ইসরায়েলের

প্রকাশিত: ০৪:২৪ পিএম, ১৯ জুন ২০২৫ আপডেট: ০৪:২৬ পিএম, ১৯ জুন ২০২৫

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বহুদিন ধরেই চাপা আগুনের মতো দহন চলছিল ইরান ও ইসরায়েলের মধ্যে। তবে এবার সেই চাপা উত্তেজনা বিস্ফোরিত হলো চোখে পড়ার মতো ধ্বংসযজ্ঞে। সম্প্রতি ইরান থেকে ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্রে যেন তছনছ হয়ে গেছে ইসরায়েলের নিরাপত্তা বলয়। বহু স্থাপনা, সামরিক ঘাঁটি, এমনকি বেসামরিক ভবনও আক্রান্ত হয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারিত না হলেও চিত্রটা ভয়াবহ। ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ, আতঙ্কে পালিয়েছে মানুষ, থমকে গেছে রাজধানীজুড়ে জনজীবন।যে ইসরায়েল এতদিন গাজায় নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এবার সেই দেশ নিজেই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি সামরিক হামলা নয়, বরং দীর্ঘদিনের অবদমিত ক্ষোভের আগুনে জ্বলে ওঠা প্রতিশোধের বহিঃপ্রকাশ। ইরান এক অর্থে বুঝিয়ে দিয়েছে, ‘যা বপন করবে, তা-ই ফলাতে হবে’। আর সেই ফল এখন চরম মূল্য দিয়ে গিলছে ইসরায়েল। ছবি: ইউএনবি/এপি