সংঘর্ষের মুখে ঘরছাড়া থাই নাগরিকরা

প্রকাশিত: ১২:১৯ পিএম, ২৭ জুলাই ২০২৫ আপডেট: ১২:১৯ পিএম, ২৭ জুলাই ২০২৫

সীমান্তে আবারও বারুদের গন্ধ। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে হঠাৎ সংঘর্ষে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় জনপদে। গোলাগুলির শব্দ, জ্বলন্ত ঘরবাড়ি আর ধোঁয়ার কুন্ডলি পেরিয়ে শত শত থাই নাগরিক এখন ঠাঁই নিয়েছেন সুরিন প্রদেশের একটি উচ্ছেদ কেন্দ্রে। কারও কোলে শিশু, কারও হাতে প্রয়োজনীয় জিনিস-ঘর ফেলে প্রাণ বাঁচানোর এই যাত্রা যেন এক অনাকাঙ্ক্ষিত বাস্তবতার প্রতিচ্ছবি। নিরাপত্তাহীনতায় প্রহর গুনছেন তারা, কবে ফিরবেন নিজের ভিটেমাটিতে, কেউ জানেন না। ছবি: এপি/ইউএনবি