এক বেগুনের ওজনই এক কেজি
প্রকাশিত: ০৮:১৩ এএম, ০৯ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০৮:১৩ এএম, ০৯ ডিসেম্বর ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় পাহাড়ের পাদদেশে নতুন প্রজাতির বারি-১২ বেগুন চাষ করে বাজিমাত করেছেন কৃষক মো. আবু জাফর। ছবি: এম মাঈন উদ্দিন
-
বেগুনটি দেখতে অনেকটা লাউয়ের মতো। একটি বেগুনের ওজন কমপক্ষে এক থেকে দেড় কেজি।
-
কৃষক আবু জাফর জানান, বেগুনটি খেতে খুব সুস্বাদু ও মিষ্টি। কিন্তু বাজারে বিক্রি করতে নিলেই ক্রেতারা অনেকটা দ্বিধা-দ্বন্দ্বে পড়ে যান। তারা প্রশ্ন করেন, এটি বেগুন নাকি লাউ?
-
বেগুনের ভারে মাটিতে নুয়ে পড়ছে গাছগুলো। তাই বাঁশের কঞ্চির সাহায্যে গাছগুলো দু’পাশ থেকে বেঁধে রাখতে হয়েছে।
-
আবু জাফর বলেন, ‘উপজেলা কৃষি অফিস থেকে উচ্চ ফলনশীল বারি-১২ জাতের বেগুন সংগ্রহ করে চাষ করেছি। উপজেলায় এর আগে কেউ এ বেগুন চাষ করেননি। আমিই প্রথমবারের মতো উচ্চ ফলনশীল বেগুন চাষ করেছি।’