গাছে গাছে ঝুলছে রসালো লিচু
মাগুরার হাজরাপুরের লিচু শুধু একটি মৌসুমি ফল নয়; এটি একদিকে যেমন এলাকার কৃষিভিত্তিক অর্থনীতিকে চাঙা করার একটি সম্ভাবনাময় হাতিয়ার; অন্যদিকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পাওয়ার মাধ্যমে এর বাণিজ্যিক গুরুত্ব বহুগুণে বেড়ে গেছে। ছবি: জেনিস ফারজানা তানিয়া
-
হাজরাপুরের লিচু দীর্ঘদিন ধরে টসটসে রসালো, স্বাদ এবং গুণগত মানের জন্য স্থানীয়ভাবে পরিচিত হলেও জিআই স্বীকৃতির মাধ্যমে এটি এখন জাতীয় ও আন্তর্জাতিক বাজারে একটি স্বতন্ত্র পরিচয় পেয়েছে।
-
এই স্বীকৃতি মূলত প্রমাণ করে, হাজরাপুর অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, আবহাওয়া এবং স্থানীয় কৃষি-পদ্ধতির সম্মিলনে উৎপন্ন লিচু অন্য যে কোনো অঞ্চলের লিচু থেকে স্বতন্ত্র এবং উৎকৃষ্ট। ফলে এখন এই লিচুকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক চেইন গড়ে তোলার বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে।
-
বাংলাদেশসহ উপমহাদেশে লিচুর বিপুল চাহিদা রয়েছে। জিআই পণ্য হিসেবে এটিকে আলাদাভাবে চিহ্নিত করা গেলে তা গ্রাহকের মধ্যে আস্থা ও আকর্ষণ তৈরি করবে।
-
ঢাকার সুপারশপ, কৃষিপণ্য বাজার ও পাঁচ তারকা হোটেলে হাজরাপুরের লিচু পৌঁছাতে পারলে অধিক দামে বিক্রি করা সম্ভব। এতে শুধু উৎপাদকই লাভবান হবেন না বরং স্থানীয় পরিবহন, প্যাকেজিং, হিমায়ন ও সরবরাহ চেইনসহ সংশ্লিষ্ট অসংখ্য মানুষের কর্মসংস্থান ও আয় সৃষ্টি হবে।