পর্যটকদের বরণে প্রস্তুত রাঙ্গামাটি

প্রকাশিত: ০৭:৩৭ এএম, ০৬ জুন ২০২৫ আপডেট: ০৭:৩৭ এএম, ০৬ জুন ২০২৫

পাহাড়ের বুক চিরে বয়ে চলা সবুজের ঢেউ, তার মাঝখানে স্বচ্ছ নীল জলের হ্রদ। ঈদের দীর্ঘ ছুটিতে ঠিক এমনই সৌন্দর্যের আহ্বানে মুখর রাঙ্গামাটি। ছুটির ফাঁকে প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটাতে পর্যটকদের যেন টানে এই শহর। আর তাই রাঙ্গামাটির হোটেল, কটেজ, পর্যটন স্পট সবখানে এখন উৎসবমুখর প্রস্তুতি। অতিথিদের স্বাগত জানাতে হ্রদ-পাহাড়ের এই জনপদ প্রস্তুত হয়ে উঠেছে পুরোপুরি। ছবি: আরমান খান