রঙিন মাছের জাদুতে জীবনের রং বদলেছেন সাগর

প্রকাশিত: ০১:১৬ পিএম, ২১ জুলাই ২০২৫ আপডেট: ০১:১৬ পিএম, ২১ জুলাই ২০২৫

পুকুরপাড়ে দাঁড়িয়ে হাতে খাবার ছুঁড়তেই পানির নিচে যেন এক রঙিন স্বপ্নের আবির্ভাব। গোল্ড ফিশ, কমেট, কই কার্প, ওরেন্টা গোল্ড, সিল্কি কই, মলি, গাপটি কিংবা অ্যাঞ্জেল মাছ নানা রঙে রঙিন একজোড়া চোখ যেন তৃপ্তির হাসি হাসে। এই দৃশ্য এখন গাইবান্ধার সরকারটারী গ্রামের তরুণ উদ্যোক্তা মো. সাগর হোসেনের প্রতিদিনের বাস্তবতা। তার চাষ করা মাছ শুধু চোখের আরাম নয়, জীবনের নতুন সম্ভাবনাও। ছবি: আনোয়ার আল শামীম