গারো পাহাড়ে আঙুরের মেলা, দেশের মাটিতে বিদেশি স্বপ্ন

প্রকাশিত: ১১:৩৩ এএম, ১৪ আগস্ট ২০২৫ আপডেট: ১১:৩৩ এএম, ১৪ আগস্ট ২০২৫

থোকায় থোকায় ঝুলছে একেলো, ডিকসন, ব্ল্যাক ম্যাজিক, বাইনুকা, ইসাবেলা, পারলেট, গ্রিন লং, আনাব-এ-শাহিসহ ৫০ জাতের লাল, কালো ও সবুজ রঙের আঙুর। এ দৃশ্য শেরপুরের শ্রীবরদী উপজেলার পাহাড়ি গ্রাম মেঘাদলে। কৃষি উদ্যোক্তা মিজানুর রহমান তার বাড়ির আঙিনায় ৩০ শতাংশ জমিতে চাষ করেছে এসব আঙ্গুর। যা দেখতে রীতিমতো ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। এদিকে কৃষি বিভাগও দিয়ে যাচ্ছেন নিয়মিত পরামর্শ সেবা। ছবি: মো. নাঈম ইসলাম