ক্রীড়ানায়িকা অঞ্জুম চোপড়ার জন্মদিন আজ
তাকে দেখে বোঝা যায় না, কতটা ইতিহাস বয়ে বেড়াচ্ছেন তিনি। ভারতীয় ক্রিকেটে যখন নারীদের জায়গা ছিল শুধুই প্রান্তে, তখন অঞ্জুম চোপড়া ছিলেন সেই সাহসী মুখ, যিনি প্রান্ত ভেঙে কেন্দ্রের আলোয় এসেছিলেন। আজ তার জন্মদিনে আমরা ফিরে দেখি এক সাহসী নারী ক্রিকেটারের গল্প, যিনি শুধুই ব্যাট হাতে মাঠে নামেননি, নেমেছিলেন নারীদের সম্মান, স্বপ্ন ও সমতা নিয়েও। ছবি: ফেসবুক থেকে
-
১৯৭৭ সালের এই দিনে দিল্লিতে জন্ম তার। অঞ্জুমের জীবনে খেলাধুলা ছিল পারিবারিক রক্তের মতোই মিশে থাকা এক অনুভব।
-
মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১৯৯৫ সাল থেকে শুরু করে প্রায় দেড় দশকের ক্যারিয়ারে তিনি হয়ে ওঠেন ভারতীয় নারী দলের অন্যতম স্তম্ভ।
-
ছয়টি টেস্ট, ১২৭টি ওয়ানডে এবং টি-টোয়েন্টিতেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন অঞ্জুম। কিন্তু সংখ্যাই তার প্রভাবের পূর্ণতা দিতে পারে না। অঞ্জুম ছিলেন সেই ‘ব্যাটার’, যিনি চাপের মধ্যে দৃঢ়তা, হারানোর ভেতরে সাহস আর নীরবতার মধ্যে নেতৃত্বের ভাষা খুঁজে নিয়েছিলেন।
-
২০০৫ সালে ভারতের প্রথম মহিলা বিশ্বকাপ ফাইনালিস্ট দলের অন্যতম মূল ভরসা ছিলেন অঞ্জুম।
-
তিনি শুধু দলের অধিনায়ক ছিলেন না, ছিলেন নারী ক্রীড়াঙ্গনের মুখ। তার নেতৃত্বে ভারত নারী দল প্রথমবারের মতো ইংল্যান্ড সফর জয় করে। তিনি দেখিয়ে দেন নেতৃত্ব মানে শুধু পরিকল্পনা নয়, মনোবল গড়ে তোলার ক্ষমতাও।
-
অঞ্জুম চোপড়া আজ ক্রীড়াবিশ্বে শুধু খেলোয়াড় নন, এক বিশ্লেষক, লেখক এবং প্রেরণাদায়ী বক্তা। এমবিএ ডিগ্রিধারী এই সাবেক ক্রিকেটার একাধারে ধারাভাষ্যকার, ক্রীড়া প্রশাসক এবং নারী ক্রীড়ার পক্ষের কণ্ঠস্বর।
-
২০১৪ সালে ভারত সরকার তাকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে, আর এর আগেই তিনি পেয়েছিলেন ‘অর্জুন পুরস্কার’।