বিশ্বমঞ্চে ভারতের কুস্তি যাত্রার পথপ্রদর্শক সুশীল কুমার
যখন ভারতীয় ক্রীড়াজগত বিশ্বদরবারে পরিচিত হচ্ছিল মূলত ক্রিকেটের হাত ধরে, তখন এক তরুণ কুস্তিগির নীরবে গড়ে তুলছিলেন এক ভিন্ন লড়াইয়ের ইতিহাস। বলছি সুশীল কুমারের কথা। যিনি শুধু ম্যাটে প্রতিপক্ষকে হারাননি, বরং কুস্তির মতো ঐতিহ্যবাহী খেলাকে নতুন করে চিনিয়েছেন আধুনিক ভারতের ক্রীড়ামনে। ছবি: ফেসবুক থেকে
-
আজ এই কিংবদন্তীর জন্মদিন। ১৯৮৩ সালের এই দিনে দিল্লির বাপরোলা গ্রামে জন্ম তার।
-
অলিম্পিকে পরপর দুইবার পদক জিতে ভারতের কুস্তিকে নিয়ে গেছেন আন্তর্জাতিক গৌরবের উচ্চতায়।
-
২০০৮ সালের বেইজিং অলিম্পিকে ব্রোঞ্জ এবং ২০১২ সালের লন্ডন অলিম্পিকে রৌপ্য পদক জিতে ভারতের প্রথম ব্যক্তি হিসেবে অলিম্পিকে দুটি ব্যক্তিগত পদক অর্জন করেন তিনি।
-
এছাড়াও ২০১০ সালে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় এবং ২০১০, ২০১৪ ও ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক অর্জন করেন সুশীল কুমার।
-
সুশীলের সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং হাজারো নবীন কুস্তিগিরের অনুপ্রেরণা। বিশ্বমঞ্চে ভারতের কুস্তি যাত্রার যে পথ আজ দৃঢ় ও স্বীকৃত, সেই পথচলার প্রথম দীপ্ত শিখা ছিলেন এই সুশীল কুমার।