একজন কালপ্রিট বলে কাকে ইঙ্গিত করলেন রিফাত রশিদ?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০:১৯ পিএম, ০৮ মে ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান যদি ব্যর্থ হয় তাইলে আমি মরে যাওয়ার আগে এটলিস্ট ওই অল্প কিছু কালপ্রিটের বেঈমানির ইতিহাস লিখে যেতে চাই (অন্তত ওই একজনের) যারা ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য জুলাইকে কুক্ষিগত করার নেশায় জুলাইকেই বিক্রি করে দিয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ফেসবুক পোস্টে এসব লিখেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ।

তবে তার পোস্টে ওই একজন কালপ্রিট বা কিছু কালপ্রিট বলে কাকে ইঙ্গিত করেছেন তা তিনি খোলাসা করেননি। অনেকে ওই পোস্টের কমেন্টে নাম জানতে চাইলেও তিনি তা জানাননি।

এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।