ঢাকার বিভিন্ন স্থান থেকে সমাবেশে জড়ো হচ্ছে ছাত্র-জনতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫১ পিএম, ০৯ মে ২০২৫
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশে অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর থেকে ঢাকার বিভিন্ন স্থান থেকে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন তারা।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন সমাবেশে উপস্থিত লোকজন।

এর আগে আজ সকালে জুমার পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

ঢাকার বিভিন্ন স্থান থেকে সমাবেশে জড়ো হচ্ছে ছাত্র-জনতা

তিনি বলেন, আমরা সারাদেশের মানুষকে আহ্বান জানাই আপনার জুমার পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দিন। আওয়ামী লীগ সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের এ সমাবেশ চলবে।

আরএএস/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।