জিয়ার শাহাদত বার্ষিকীতে আলোচনা সভায় প্রধান অতিথি খালেদা জিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ২৯ মে ২০২৫
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া/ফাইল ছবি

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বার্তা দেবেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভায় বেগম খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্যে ভিডিও বার্তা দেবেন। দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাইল্যান্ড থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন। আলোচনা সভার প্রধান আলোচক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কেএইচ/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।