ড. মুহাম্মদ রেজাউল করিম

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ৩০ মে ২০২৫
আদাবরে এতিমদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুহাম্মদ রেজাউল করিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাষ্ট্রে প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি এ দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

শুক্রবার (৩০ মে) রাজধানীর আদাবরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এতিমদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. মুহাম্মদ রেজাউল করিম। আদাবর থানা জামায়াত আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা আমির আল আমীন সবুজ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আশরাফুজ্জামান মিঠু। উপস্থিত ছিলেন স্থানীয় নেতারা।

ড. রেজাউল করিম বলেন, পতিত বাকশালী ও ফ্যাসিবাদীরা রাষ্ট্রের সব অঙ্গ-প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। ফলে দেশে অবাধ নির্বাচনের পরিবেশ নেই। ভোটারদের যেন স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সক্ষমতা থাকে, সেজন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন ও প্রশাসনিক কাঠামো নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশে নতুন করে ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে।

অনুষ্ঠানে ড. রেজাউল করিম আরও বলেন, এতিমরা সমাজের সবচেয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত শ্রেণি। তাই তাদের কল্যাণে সরকার, রাজনৈতিক দল, দাতা সংস্থা, দাতব্য প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবানদের মুক্তহস্তে এগিয়ে আসতে হবে।

তিনি ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে এতিমদের অধিকার ও মর্যাদা তুলে ধরে বলেন, পবিত্র কোরআনে আল্লাহ তা'আলা এতিমদের সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছেন। সূরা বাকারাহ ও সূরা আন নিসাসহ একাধিক সূরার আয়াতে এতিমদের প্রতি সদ্ব্যবহার ও তাদের সম্পদ সংরক্ষণের গুরুত্ব স্পষ্টভাবে বলা হয়েছে। এতিমদের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতের প্রতিটি স্তরের নেতাকর্মীকে কাজ করতে হবে।

ইসলাম একটি শাশ্বত ও কালজয়ী জীবনব্যবস্থা ড. রেজাউল করিম বলেন, ইসলাম চায় ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, যেখানে সব নাগরিকের অধিকার নিশ্চিত হবে। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে। জামায়াতে ইসলামী এমন একটি রাষ্ট্র ও সমাজ গড়তে চায় যেখানে যোগ্যতা, সততা ও তাকওয়ার ভিত্তিতে রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হবে।

তিনি বলেন, আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠা করতে চাই যেখানে ধর্মীয় মতভেদ নয়, বরং সততা ও জাতীয় দায়িত্ববোধ হবে নেতৃত্বের মাপকাঠি। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিকতা গড়ে তোলাই জামায়াতের অঙ্গীকার।

এএএম/এএমএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।