জলাবদ্ধতায় অসহায় ৩ হাজার পরিবারে খাবার বিতরণ আমিনুল হকের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৭ এএম, ০২ জুন ২০২৫

টানা ভারী বর্ষণে রাজধানীর পল্লবী ও রূপনগর থানাধীন বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সেখানকার হাজারো মানুষ উঁচু সড়কসহ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে চলছে চরম খাদ্য সংকট।

এ অবস্থায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। তিনি গত চারদিন ধরে তিন হাজার ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে প্রতি বেলায় রান্না করা খাবার বিতরণ করছেন।

রোববার (১ জুন) দুপুরে প্লাবিত বস্তিগুলো পরিদর্শনে যান আমিনুল হক। এসময় তিনি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের কথা শোনেন।

jagonews24

আমিনুল হক জাগো নিউজকে বলেন, ঢাকা- ১৬ আসনের আওতাধীন জলাবদ্ধতায় ঘরবন্দি বস্তিগুলোর মধ্যে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের বেগুনটিলা বস্তি, ৫ নম্বর ওয়ার্ডের বাউনিয়াবাধ বস্তি, রূপনগর থানাধীন ৯২ নম্বর ওয়ার্ডের দোয়ারীপাড়া বস্তি ও আরামবাগ বস্তি, আঞ্চলিক ৬ নম্বর ওয়ার্ডের ট ব্লক বস্তি ও চলন্তিকা বস্তির জন্য প্রতি বেলার খাবার সেখানেই রান্না করে বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, যতদিন পর্যন্ত এসব বস্তিবাসী মানুষের দুর্ভোগ থাকবে, ততদিন তিনি অসহায় পরিবারগুলোর পাশে থাকবেন।

খাবার বিতরণের সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইউসুফ, মাহাবুব আলম মন্টু, মহানগর উত্তরের সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএমএ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।