চীন সফরে বিএনপির প্রতিনিধি দল, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৮ এএম, ২৩ জুন ২০২৫

চীন ও বাংলাদেশের পারস্পারিক সহযোগিতা বৃদ্ধিসহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে এ সফরে আলোচনা হবে বলে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য।

রোববার (২২ জুন) চীন সফরে যাওয়ার সময় রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একথা বলেন তিনি।

বিজ্ঞাপন

চীনের ক্ষমতাশীন দল কমিউনিস্ট পার্টির অনুষ্ঠানেও যোগ দেবে বিএনপি প্রতিনিধি দল।

মির্জা ফখরুল জানান, সেখানে ক্ষমতাশীন দলের উচ্চপর্যায়ের নেতারা থাকবেন, তাদের সঙ্গে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক নানা বিষয়ে আলাপ হওয়ার সুযোগ তৈরি হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন:

এছাড়া কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথাও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সফরে বিএনপির অন্যান্যদের মধ্যে রয়েছেন, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ডা. এজেএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ঈসমাইল জবিউল্লাহ, সুকোমল বড়ুয়া, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কেএইচ/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।