এনসিপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেফতারের দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৩ এএম, ২৪ জুন ২০২৫

 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির যুব উইং জাতীয় যুবশক্তি। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ জুন) দিনগত রাতে সংগঠনের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আসাদুর রহমানের পাঠানো এক বার্তায় এ দাবি জানানো হয়।

এতে বলা হয়, ২৩ জুন রাত ১১টার দিকে এনসিপি ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক কাপুরুষোচিত হামলার ঘটনা ঘটে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা। এ ন্যক্কারজনক হামলায় জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রব এবং শ্রমিক উইংয়ের একজন সদস্য আহত হন। বর্তমানে আহত ব্যক্তিরা চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

আরও বলা হয়, উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এর আগেও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। কিন্তু সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকা আমাদের গভীরভাবে শঙ্কিত করছে। এ ঘটনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়।

এনএস/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।