ডিএমপিতে বিএনপির প্রতিনিধিরা


প্রকাশিত: ০৫:৪৭ এএম, ০৩ জানুয়ারি ২০১৫

৫ জানুয়ারি সমাবেশের অনুমতি চাইতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে পৌঁছেছেন বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল।  শনিবার বেলা সাড়ে ১১ টায় তারা ডিএমপি কার্যালয়ে যান।

প্রতিনিধি দলে রয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টু, প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুক, সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি।

জয়নাল আবদিন ফারুক জাগোনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানে ৫ জানুয়ারির সমাবেশে অনুমতির জন্য করা আবেদনের খোঁজখবর নিতে তারা ডিএমপি কার্যালয়ে গেছেন।

উল্লেখ্য,  ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে ১ জানুয়ারিতে ডিএমপিতে আবেদন করে বিএনপি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।