মাঠে নামার চেষ্টা করবেন না: ১৪ দল
৫ জানুয়ারি বিএনপিকে রাজপথে না নামতে হুঁশিয়ার করে দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকের পর খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, কোনো নাশকতা করবেন না, মাঠে নামার চেষ্টা করবেন না।
দশম সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিনটি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়ে ৫ জানুয়ারি সারাদেশে সমাবেশ-কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি।
অন্যদিকে আওয়ামী লীগ সেদিন গণতন্ত্র ও সংবিধান রক্ষা দিবস হিসেবে পালন করে রাজপথে থাকার ঘোষণা দেওয়ায় সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
১৪ দলের সভা শেষে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ৫ জানুয়ারি ঢাকার ১৬টি সংসদীয় এলাকায় নির্ধারিত স্থানে অবস্থান নিয়ে গণতন্ত্রের ‘বিজয় উৎসব’ করবে ১৪ দলের নেতাকর্মীরা। আজকালের মধ্যে আলোচনা করে বিস্তারিত কর্মসূচি ঠিক করা হবে বলে জানান এই মন্ত্রী।