খালেদার ৭ দফাও হুমকি : ইনু
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া সাত দফাকে গণতন্ত্র ও নির্বাচনের জন্য হুমকি স্বরূপ বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা জাসদের সন্মেলনের উদ্বোধনের পর তিনি এ কথা বলেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, খালেদা জিয়ার ঘোষিত ৭ দফার ভেতরে জঙ্গীবাদ ও রাজাকারদের সঙ্গে দোস্তির রাজনীতি ছাড়ার কোন ঘোষণা দেননি। জঙ্গি-তাণ্ডব, নাশকতা ও অর্ন্তঘাত কর্মকাণ্ডের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাননি, তওবা করেনি, ভুল স্বীকারও করেননি। উল্টো যুদ্ধাপরাধী, জঙ্গি ও অসৎ সাংবাদিকদের মুক্তির পক্ষে ওকালতি করেছেন এবং এসব অপরাধীদের নিয়ে সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন।
তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী, রাজাকার ও জঙ্গিবাদকে গণতন্ত্র ও নির্বাচনে হালাল করা যায় না। উনি ৭ দফার মাধ্যমে সেই আবারও সেই অপচেষ্টা করেছেন, যা গণতন্ত্র ও নির্বাচনের জন্য হুমকি স্বরূপ।
শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি গাজী আব্দুল হাই তালুকদার।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, সহ-সভাপতি রেজাউল করিম তানসেন এমপি, প্রচার সম্পাদক আইয়ুব আলী খান, সাংস্কৃতিক সম্পাদক নাদের চৌধুরী, জেলা জাসদের সহ-সভাপতি এ্যাডঃ সুকুমার চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মুকুল প্রমুখ।