তারেক রহমানের জন্মদিনে ছাত্রদল নেত্রীর শীতবস্ত্র বিতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫১ এএম, ২২ নভেম্বর ২০২৫
ছিন্নমূল মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন ছাত্রদল নেত্রী জান্নাতুল নওরিন উর্মি/ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ও জিগাতলা এলাকায় ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যার দিকে এই শীতবস্ত্র বিতরণ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি।

নিজেদের পকেট খরচের টাকা থেকে জমানো অর্থ দিয়ে কেনা শীতবস্ত্র তুলে দেওয়া হয় ছিন্নমূল মানুষের হাতে। এই উদ্যোগে ছাত্রদল নেত্রী নওরিনের পাশাপাশি আরও যুক্ত ছিলেন নার্সিং ইনস্টিটিউট ছাত্রদলের নিয়াজ সাগরসহ নওরিনের অন্য সহযোদ্ধারা।

এ সময় জান্নাতুল নওরিন উর্মি বলেন, ‘আমাদের সামান্য পকেট খরচের টাকা কারও জীবনে উষ্ণতা দিতে পারে—এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। আমরা তারেক রহমানের জন্মদিনকে মানুষের উপকারের মাধ্যমে উদযাপন করতে চেয়েছি।’

কর্মসূচিতে ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

কেএইচ/এমএমকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।