নির্বাচন নিয়ে বিএনপি কোনো উদ্বেগ দেখছে না: আমীর খসরু

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ২৩ নভেম্বর ২০২৫
হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষ একটি সহনশীল রাজনৈতিক পরিবেশ চায়। জাতীয় নির্বাচনের দিন গণভোটে যারা মত দেবেন, তারা কী চান সেটি তারাই সবচেয়ে ভালো বোঝাতে পারবেন। নির্বাচন নিয়ে বিএনপি কোনো উদ্বেগ দেখছে না।

ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে নির্বাচনকে ঘিরে ভোটাধিকার নিশ্চিতকরণ, রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে আলোচনা হয়েছে। এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আমীর খসরু জানান, নির্বাচন সামনে রেখে ভোটাধিকার নিশ্চিত করা, রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পরিচালনার পরিবেশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা এসবই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল। কমনওয়েলথ প্রতিনিধিরা শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করছেন, আমরাও একই আশা করছি।

তিনি বলেন, নির্বাচনের এই আয়োজনের মূল লক্ষ্য গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। গণভোট নিয়েও আলোচনা হয়েছে। জনগণের স্বার্থে অনেক কিছু উপেক্ষা করে আমরা এগিয়ে যাচ্ছি, কারণ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে।

বিএনপির এই নেতা আরও বলেন, নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে। দেশের মানুষ একটি সহনশীল রাজনৈতিক পরিবেশ চায়। জাতীয় নির্বাচনের দিন গণভোটে যারা মত দেবেন, তারা কী চান সেটি তারাই সবচেয়ে ভালো বোঝাতে পারবেন। নির্বাচন নিয়ে বিএনপি কোনো উদ্বেগ দেখছে না।

কেএইচ/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।