হরতাল সমর্থনে ঢাবিতে ছাত্রদলের মিছিল


প্রকাশিত: ০৫:১০ এএম, ১৫ জানুয়ারি ২০১৫

চলমান অবরোধ ও হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ইস্টার্ন মল্লিকা থেকে এ মিছিলটি বের করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইস্টার্ন মল্লিকা থেকে শুরু হয়ে মিছিলটি নিউ মার্কেটের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা চারটি ককটেল বিস্ফোরণ ঘটনায়। এতে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতুর নেতৃত্বে মিছিলটি বের করা হয়। মিছিলে আরো উপস্থিত ছিলেন করিম সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মাইনুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি জাকির হোসেন, বাশার সিদ্দিকী, রনিক, মামুন খান, রাকিবসহ ৩০-৪০ জন ছাত্রদল কর্মী।

-বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।