কোনো সঙ্কট নেই, সংলাপ নয় : আ.লীগ


প্রকাশিত: ০১:১০ পিএম, ১৩ মার্চ ২০১৫

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুব আলম হানিফ বলেছেন, দেশে এখন যা হচ্ছে তা কোনো রাজনৈতিক সংকট নয়। কিছু সহিংস কর্মকাণ্ড চালানো হচ্ছে। সহিংসতাকারীদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না।

শুক্রবার খালেদা জিয়ার সংবাদ সম্মেলন শেষে বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মিথ্যাচার করছেন অভিযোগ করে তিনি বলেন, খালেদা জিয়ার পুরো সংবাদ সম্মেলন ছিল ভুলে ভরা ও মিথ্যাচার। তিনি (খালেদা জিয়া) একমাত্র জামায়াতের জন্যই নির্বাচনে না এসে এখন মিথ্যাচার করছেন। দেশে কোন রাজনৈতিক সঙ্গক নেই। বিএনপির ডাকা চলমান আন্দোলনেও জনগণের সম্পৃক্ততা নেই। রাস্তায় গাড়ি চলছে, জন-জীবন স্বাভাবিক।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জামায়াত নির্বাচনে অংশ নিতে পারবে না বলেই খালেদা জিয়াও নির্বাচনে আসেননি। কারণ বিএনপি জামায়াত একে অপরের বন্ধু। বন্ধুকে ছাড়া খালেদা কীভাবে নির্বাচনে যাবেন? বন্ধুর মন রক্ষা করতে নির্বাচনে না গিয়ে এখন সহিংসতা চালিয়ে দেশের মানুষকে হত্যা করছেন বলেও দাবি করেন হানিফ।

সহিংসতাকারীদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না মন্তব্য করে হানিফ বলেন, দেশে কোনো রাজনৈতিক সংকট নেই। এখন দেশে যা হচ্ছে তা কোনো রাজনৈতিক সংকট নয়। কিছু সহিংস কর্মকাণ্ড চালানো হচ্ছে। বেগম জিয়া গত ৬৭ দিন যে নাশকতা চালিয়েছেন, এর দায়ভার তিনি কোনোভাবেই এড়াতে পারেন না।

এ জন্য খালেদা জিয়া ও তার দলের নেতা-কর্মীদের বিচারের মুখোমুখি হতে হবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিতেই ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে দেশ জুড়ে নাশকতা সৃষ্টি করেন খালেদা। তার নির্দেশেই বিএনপি-জামায়াতসহ ২০ দলের ক্যাডাররা মানুষ হত্যা করেছে। কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ায় ওই সময় ১৪২ জন সাধারণ মানুষকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করেছে তারা।

সবশেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্য প্রত্যাহারের দাবি ও তিব্র নিন্দা জানিয়ে বক্তব্য শেষ করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুব আলম হানিফ।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ডা. দীপু মনি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।