আবারো পেছালো বড়পুকুরিয়া মামলার রুলের রায়


প্রকাশিত: ০১:১২ পিএম, ১৫ মার্চ ২০১৫

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা বড়পুকুরিয়া মামলা সংক্রান্ত বিষয়ে জারি করা রুলের ওপর রায় পিছিয়ে ৫ এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। রোববার বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।

দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান জানান, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি সংক্রান্ত মামলায় আনা আবেদনের রায়ের তারিখ পিছিয়েছে। আজ (রোববার) খালেদা জিয়ার জিয়ার পক্ষে আইনজীবী শুনানির জন্য সময় চেয়ে আবেদন পেশ করেন। আদালত ওই আবেদনের প্রেক্ষিতে রায় পিছিয়ে ৫ এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করে।

এর আগে মামলায় ইতোপূর্বে জারি করা রুলের ওপর দুদকের পক্ষে গত ৫ মার্চ শুনানি শেষে রায় ঘোষণার জন্য ১০ মার্চ দিন ধার্য করেছিলো আদালত। তবে ওইদিন খালেদা জিয়ার পক্ষে কোনো আইনজীবী শুনানি করেননি। খালেদা জিয়ার পক্ষে আনা এক আবেদনের প্রেক্ষিতে গত ৮ মার্চ ওই তারিখ পিছিয়ে রায়ের জন্য ১৫ মার্চ রোববার ধার্য করে দেয়া হয়েছিল। তবে শুনানি করতে এবং রায়ের দিন পেছাতে রোববারও সময়ের আবেদন জানান খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।