খালেদার কার্যালয়ে পেশাজীবীরা


প্রকাশিত: ০২:২৭ পিএম, ২০ মার্চ ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গেছেন পেশাজীবীদের একটি প্রতিনিধি দল। খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে শুক্রবার রাত সাড়ে ৭টায় তারা গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।

কার্যালয় সূত্র জানায়, দলের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদ।

এছাড়া প্রতিনিধি দলে আরো রয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক ড. মাহফুজ উল্লাহ, প্রফেসর আ ফ ম ইউসুফ হায়দার, তাহমিনা আক্তার পপি, প্রফেসর মামুন হোসেন ও ডিইউজে’র সভাপতি কবি আব্দুল হাই শিকদার।

এমএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।