সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান বিএনপির


প্রকাশিত: ০৩:০৯ পিএম, ২৩ মার্চ ২০১৫

সংলাপের মাধ্যমে দেশে বিরাজমান সংকট সমাধানে সরকারকে এগিয়ে আশার আহ্বান জানিয়েছে বিএনপি সমর্থিত ২০ দলীয় জোট। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ২০ দলীয় জোটের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু এই আহ্বান জানান।

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, দেশের আপামর জনসাধারণ ও ২০ দলীয় জোট আশা করে সরকার দেশের স্বার্থে ও মানুষের কল্যাণার্থে সংলাপের মাধ্যমে বর্তমান সংকটের সুষ্ঠু সমাধানের লক্ষ্যে এগিয়ে আসবে।

বিবৃতিতে তিনি আরো বলেন, দলীয় জোটের গণআন্দোলন স্তব্ধ করতেই ক্ষমতাসীন আওয়ামী লীগ আইন-শৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের দিয়ে বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে হত্যা, গুম, অপহরণ ও নির্যাতন নিপীড়নের মহোৎসবে মেতে উঠেছে।

বিবৃতিতে বলা হয়েছে, গণ দাবিতে ২০ দলীয় জোটের উদ্যোগে দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম চলছে তখন সেই আন্দোলন দমনে দেশের রাজনীতিবিদ ও বিএনপি’র অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে নিখোঁজ করা হয়েছে। সালাহ উদ্দিন আহমেদের পরিবার, দেশের সুশীল সমাজ, আপামর জনসাধারণ এবং দল ও জোটের শত আকুতিতেও সরকার এখন পর্যন্ত তার কোন সন্ধান দিচ্ছে না। এই ধরনের হৃদয়বিদারক ঘটনায় গোটা জাতি স্তম্ভিত ও হতবাক হয়েছে।

বরকত উল্লাহ বুলু বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে জোর করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আওয়ামী লীগ সরকার ক্ষমতা হাতছাড়া না করতে এখন রাষ্ট্রীয় শক্তির অপপ্রয়োগের মরণখেলায় মেতে উঠেছে। শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার নামে দেশব্যাপী বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর দমন নীতি প্রয়োগের মাধ্যমে অবৈধ সরকার এখন গদি রক্ষার জন্য হিটলার-মুসলিনীর কঠোরতাকেও হার মানিয়েছে।

তিনি বলেন, দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েমের মধ্য দিয়ে হিটলার-মুসলিনীর গুপ্ত বাহিনীর আদলে দেশের ঐতিহ্যবাহী আইন শৃঙ্খলা বাহিনীকে নিজেদের কব্জায় নিয়ে দেশকে চরম নৈরাজ্যকর অবস্থার মধ্যে নিপতিত করেছে।

বিবৃতিতে ২০ দলীয় জোট আবারও ঘোষিত সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য দেশবাসীকে উদাত্ত্ব আহবান জানান বিএনপির এই নেতা।

এমএম/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।