ঢাকার দক্ষিণে বৈধ প্রার্থী রনি


প্রকাশিত: ০৫:৫৪ এএম, ০১ এপ্রিল ২০১৫

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা সিটি দক্ষিণে মেয়র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ১১ টার পর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে ডিসিসি উত্তর ও দক্ষিণে মেয়র পদে বুধবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা ও কাউন্সিলর পদে বিকেল ৩টায় শুরু হয়েছে, যা বিকেল ৫টা পর্যন্ত বাছাই চলবে।

আরএস/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।