কাফি রতনকে নির্বাচিত করুন : সিপিবি


প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১১ এপ্রিল ২০১৫

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার গরীব মানুষের স্বার্থ রক্ষায় মেয়র পদে কাফি রতনকে নির্বাচিত করার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিষ্ট পাটির (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। শনিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় সবার জন্য বাসযোগ্য ঢাকা আন্দোলনের ব্যানারে আবদুল্লাহ আল ক্বাফীর পক্ষে পথসভায় বক্তৃতায় তিনি এই আহ্বান জানান।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, কালো টাকার খপ্পর থেকে রাজনীতিকে মুক্ত করতে হবে এবং বিবল্প রাজনীতির উত্থান ঘটাতে হবে ও গণমানুষের নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত করতে হবে।

পথসভাগুলোতে মেয়র প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফীসহ তার সাথে বেশ কয়েকজন স্থানীয় কাউন্সিলরও সঙ্গে ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।