শাহজাহানপুরে নির্বাচনী প্রচারে খালেদা


প্রকাশিত: ০১:০৪ পিএম, ২১ এপ্রিল ২০১৫
ফাইল ছবি

রাজধানীর শাহজাহানপুর এলাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিট থেকে এ প্রচার শুরু করেছেন তিনি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ভোট চাইছেন খালেদা। খালেদা জিয়ার এ প্রচারে সঙ্গে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও মাহবুব আলম ডিউ প্রমূখ।

এর আগে বিকেল সাড়ে ৫টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা করেন তিনি। এদিকে আজও পুলিশি প্রটোকল ছাড়াই নির্বাচনী প্রচারণায় নেমেছেন খালেদা জিয়া।

এমএম/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।