ববি হাজ্জাজের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল


প্রকাশিত: ০২:৫৮ এএম, ২৫ এপ্রিল ২০১৭

দেশে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। এই দলটির নাম জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। বিতর্কিত ধনকুবের মুসা বিন শমসেরের ছেলে ববি হাজ্জাজের নেতৃত্বে সোমবার দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক উপদেষ্টা ববি হাজ্জাজ নতুন এ দলের ঘোষণা করেন।

এ সময় তিনি বলেন, অতীতের রাজনৈতিক দলগুলোর কাজে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। এনডিএম গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।

ওই অনুষ্ঠানে অধ্যাপক আব্দুল্লাহ এম তাহেরকে এই দলের মহাসচিব করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাদের পরিচয় করিয়ে দেয়া হয়। সংগীতশিল্পী শাফিন আহমেদ, লাকী হুসাইন, সাদিয়া মেহজাবিনসহ অন্য নেতারা এতে বক্তব্য দেন।

জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।