সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ ঢাকায়
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ ভারতের মেঘালয়ের শিলং থেকে ঢাকায় ফিরেছেন। গত শুক্রবার রাতে তিনি ঢাকা আসলেও শনিবার রাতে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, ঢাকা আসার পর বাসাতেই অবস্থান করছেন হাসিনা আহমেদ। তবে কবে নাগাত আবার শিলংয়ে সালাহউদ্দিন আহমেদের কাছে যাবেন সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি।
উল্লেখ্য, গত ১২ মে স্বামী বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের সন্ধান পাওয়ার পর ১৭ মে শিলং যান হাসিনা আহমেদ। এরপর টানা ২৮ দিন সেখানে অবস্থান করে স্বামীর জন্য আইনি লড়াই চালিয়ে যান।
বর্তমানে পুলিশ হেফাজত ও হাসপাতাল থেকে মুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ ভারতের আবাসিক কটেজে রয়েছেন।
আরএস