আমিরাতে মার্কিন শিক্ষিকা হত্যার দায়ে নারীর মৃত্যুদণ্ড কার্যকর


প্রকাশিত: ০৮:২৯ এএম, ১৩ জুলাই ২০১৫

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) এক মার্কিন স্কুল শিক্ষিকাকে হত্যার দায়ে সোমবার এক আমিরাতি নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আবুধাবির একটি মলে ওই শিক্ষিকাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এ সাঁজা দেয়া হয়েছে।

জিহাদিদের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি ওই শিক্ষিকাকে হত্যা করেন।

রাষ্ট্রের নিরাপত্তা আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম জানায়, প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ান মৃত্যুদণ্ডের রায়টি অনুমোদন করার পর সোমবার ভোরে আলা বাদের আল-হাশেমি (৩০) নামের ওই মহিলার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গত মাসে এই রায় হয়।

২০১৪ সালের ১ ডিসেম্বর শপিং কমপ্লেক্সের একটি শৌচাগারে আলা বাদের ছুরিকাঘাত করে ইবোলিয়া রায়ান (৪৭) নামের ওই শিক্ষিকাকে হত্যা করে। হত্যার দায়ে আলা বাদের দোষী সাব্যস্ত হওয়ার পর এ রায় প্রদান করা হয়।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।