শেরপুরে ৬ মাস বয়সী ভাতিজাকে শ্বাসরোধে হত্যা


প্রকাশিত: ১১:৩৮ এএম, ১৬ জুলাই ২০১৫

নালিতাবাড়ীতে এক পাষণ্ড চাচা তার ছয় মাস বয়সী ভাতিজাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এ ঘটনায় ঘাতক চাচা স্বপন মিয়াকে আটক করেছে পুলিশ। ইতোমধ্যে তিনি হত্যার দায় স্বীকারও করেছেন। নিহত আল-আামিন নকশী গ্রামের দুলাল হোসেনের ছেলে।

বুধবার রাতে নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ নাকশী গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে মরদেহের ময়নাতদন্ত জেলা হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে দশটার দিকে ঘুমন্ত শিশুটির পাশে একই বাড়ির চাচাত দেবর স্বপনকে (১৮) বসিয়ে রেখে মা পাশের ঘরে পান খেতে যায়। এ সময় স্বপন শিশুটিকে স্বাসরোধ করে হত্যা করে। পরে মা ঘরে এসে শিশুটিকে না পেয়ে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন জড়ো হয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে স্বপন নিজেই আল আমিনকে হত্যা করে মরদেহ ফেলে রাখার কথা স্বীকার করে।

পরে এলাকার লোকজন ঘরের পাশের কচুক্ষেত থেকে মরদেহ উদ্ধার ও স্বপনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘাতক স্বপনকে আটক ও মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। আলামিনের বাবা দুলাল হোসেন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত র্কমকর্তা (ওসি) ফসিহুর রহমান বলেন, হত্যার ঘটনায় ঘাতক স্বপন মিয়াকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে দুপুরে শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের বাবা দুলাল হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরো জানান, স্বপন মিয়া একজন মানসিক রোগী। কিছুদিন তিনি ভালো থাকে এবং মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করে। তিনি নিজেই ভাতিজাকে খুনের কথা স্বীকার করেছে।

হাকিম বাবুল/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।