স্বেচ্ছাসেবক দলের নেতা ইয়াছিন আলী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১০ পিএম, ১৯ জানুয়ারি ২০১৮
প্রতীকী ছবি

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি রাজধানীর পল্লবী থানায় আটক রয়েছেন।

পল্লবী থানার ওসি দাদন ফকির জাগো নিউজকে জানান, তার (ইয়াছিন আলী) বিরুদ্ধে ১৯টি মামলা তদন্তাধীন। শুধু পল্লবী থানাতেই ৬টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে আরও একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

ইয়াসিন আলীর ঘনিষ্ঠরা জানিয়েছেন, জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মিরপুর বাসা থেকে চন্দ্রিমা উদ্যানে যাওয়ার পথে পুলিশ তাকে গ্রেফতার করে।

জেইউ/এমএম/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।