শিগগিরই কামরুলকে দেশে আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
শিশু রাজন হত্যার আসামি সৌদি আরবে আটক কামরুলকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকেদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কামরুলকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি এই মুহুর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। সকল আনুষ্ঠানিকতা শেষে শিগগিরই তাকে ফিরিয়ে আনা হবে ।
এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাকে দেশে ফিরিয়ে এনে সুষ্ঠু বিচারের জন্য আদালতের কাছে হাজির করা হবে।
এ সময় সুন্দরভাবে ঈদ উদযাপন ও ঈদের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা না হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
পূর্ণমন্ত্রী হওয়ার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি প্রতিমন্ত্রী থাকা অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনেই কাজ করেছি। বর্তমানেও প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়েই কাজ করবো।
এসকেডি/পিআর