একান্ত বৈঠকে খালেদা জিয়া ও কাজী জাফর
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে একান্ত বৈঠক করেছেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ।
বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
বৈঠকে সাম্প্রতিক বিভিন্ন পত্র-পত্রিকায় বিভিন্ন ধরনের পরস্পর বিরোধী বক্তব্য প্রকাশিত হলেও নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যপারে খালেদা জিয়া তার অনঢ় ভূমিকার কথা ব্যক্ত করেন।
বৈঠকে জোটের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
এমএম/একে/পিআর